পার্ক সার্কাসে অব্যাহত CAA বিরোধী অবস্থান, তার মাঝেই মৃত্যু আন্দোলনকারী প্রৌঢ়ার
খাতুন নামে সাতান্ন বছর বয়সী প্রৌঢ়া, টানা ছাব্বিশ দিন ধরে পার্ক সার্কাস ময়দানে আন্দোলন করছিলেন বলে দাবি পরিবারের।
নিজস্ব প্রতিবেদন: পার্ক সার্কাসে আন্দোলনরত প্রতিবাদীর মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছে, শামিদা খাতুন নামে সাতান্ন বছর বয়সী প্রৌঢ়া, টানা ছাব্বিশ দিন ধরে পার্ক সার্কাস ময়দানে আন্দোলন করছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই প্রৌঢ়া। তবে অসুস্থ হলেও রাতে মঞ্চে গিয়ে আন্দোলন করাতেই শামিদার মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবার।
আরও পড়ুন: LIC-কে বেচার কোনও অধিকার নেই সরকারের, প্রতিবাদে পথে নামবে বামেরা
গতকাল রাত বারোটা নাগাদ মঞ্চে থাকা অবস্থাতেই শামিদার বুকে ব্যথা শুরু হয়। তখনই তাঁকে হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রাতে শামিদার মৃত্যুর খবর পৌঁছতেই মাইক বন্ধ করে প্রতিবাদ চালাতে থাকেন আন্দোলনকারীরা। ঘটনায় সকাল থেকেই থমথমে পার্কসার্কাসের ধর্না মঞ্চ। অন্যান্যদিনের মতো ভিড়ও চোখে পড়েনি। কার্যত স্বজন বিয়োগের মতোই তাল কেটেছে আন্দোলনে।
আরও পড়ুন: 'শিশুসুলভ আচরণ রাজ্যপালের, আমাকে অসম্মান করলে আমি ৪ গুণ করব'
উল্লেখ্য, প্রৌঢ়ার মৃত্যুতে আজ কী কর্মসূচি নেওয়া হবে তা এখনও জানা যায়নি। প্রৌঢ়ার মৃতদেহ ধর্নামঞ্চে আনা হবে কিনা তাও এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় শোকের ছায়া পড়েছে অন্য়ান্য আন্দোলনকারীদের মধ্যেও।