Kalatan Dasgupta: ভাইরাল অডিয়ো কাণ্ডে অবেশেষে জামিন কলতান দাশগুপ্তের, মিলল রক্ষাকবচ

Vitral Audio Case: অডিয়ো-কাণ্ডে গ্রেফতারির ৫দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। কলতান দাশগুপ্তকে রক্ষাকবচও দিল কলকাতা হাইকোর্ট। 

Updated By: Sep 19, 2024, 07:13 PM IST
Kalatan Dasgupta: ভাইরাল অডিয়ো কাণ্ডে অবেশেষে জামিন কলতান দাশগুপ্তের, মিলল রক্ষাকবচ
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাম যুবনেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির জেরে হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। এদিন কলতান দাশগুপ্ত মুক্তির আবেদনের শুনানি শেষে জামিন পেলেন বামনেতা। ৫০০ টাকা বন্ডে জামিন পেলেন কলতান দাশগুপ্ত। অন্য কোনও মামলায় আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না তাঁকে। অর্থাত্‍ কলতান দাশগুপ্তকে রক্ষাকবচও দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন, Asish Pandey | R G Kar Case: নির্যাতিতার দেহ উদ্ধারের সময়েই বান্ধবীকে নিয়ে হোটেলে রাত্রিবাস আরজি করের TMCP নেতার! রহস্য...

জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত ৷ তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে প্রথমে মামলা দায়েরের আবেদন করা হয় ৷ সেই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ৷

বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষ হয়। সন্ধ্যায় রায় দেয় হাইকোর্ট। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো ক্লিপ সম্প্রতি প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। প্রশ্ন ওঠে, অডিয়ো ক্লিপ-কাণ্ডে গ্রেফতারির আগেই কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে চলে গেল? এই মামলার শুনানিতে কলতানের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানও। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিসের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।

আরও পড়ুন, Sandip Ghosh | R G Kar Incident: আর ডাক্তার নন সন্দীপ ঘোষ, বাতিল হল রেজিট্রেশন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.