ডিওয়াইএফআইয়ের সভায় উত্তেজনা টালিগঞ্জে, সভায় বাধা তৃণমূলের
ডিওয়াইএফআইয়ের একটি সভাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল টালিগঞ্জে। পুলিসের অনুমতি সত্ত্বেও সভা করতে বাধা দেওয়া হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অন্যদিকে ডিওয়াইএফআইয়ের বিরুদ্ধে দলীয় কার্য়ালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।
ডিওয়াইএফআইয়ের একটি সভাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল টালিগঞ্জে। পুলিসের অনুমতি সত্ত্বেও সভা করতে বাধা দেওয়া হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অন্যদিকে ডিওয়াইএফআইয়ের বিরুদ্ধে দলীয় কার্য়ালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।
শনিবার ডিওয়াই এফআইয়ের একটি পোস্টার লিখন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয় টালিগ়ঞ্জের শ্রীমোহন লেনে। টালিগঞ্জ পুলিস স্টেশন থেকে সভার অনুমতিও নেওয়া হয়। অভিযোগ, সভা শুরুর পর থেকেই তৃণমূলের তরফে সভায় বাধা দেওয়া হয়। অভিযোগ,তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণ গাঙ্গুলী স্টেজে উঠে অনুষ্ঠানে বাধা দেন। অভিযোগ, সভামঞ্চ ভেঙে দেওয়ার পর ডিওয়াইএফআই সমর্থকদের মারধর করে তৃণমূল সমর্থকেরা।
অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ, বিনা অনুমতিতে সভা করছিল ডিওয়াইএফআই। এমনকি তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয় ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে টালিগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিসের অনুমতি সত্ত্বেও কি ভাবে তৃণমূল সভা করতে বাধা দিতে পারে তার প্রতিবাদে শনিবার পথ অবরোধ করেন ডিওয়াইএফআই সমর্থকরা। রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।