ইস্ট-ওয়েস্ট মেট্রো: রাজ্যের রুট বদলের প্রস্তাব খারিজ হাইকোর্টে

এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো মামলাতেও আদালতে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের রুট বদলের প্রস্তাব খারিজ করে পুরনো নকশাতেই কাজ শুরুর নির্দেশ দিল আদালত। অবিলম্বে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত রুটে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি নাদিরা পাথেরিয়া।

Updated By: Sep 25, 2014, 03:28 PM IST
ইস্ট-ওয়েস্ট মেট্রো: রাজ্যের রুট বদলের প্রস্তাব খারিজ হাইকোর্টে

কলকাতা: এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো মামলাতেও আদালতে ধাক্কা খেল রাজ্য। রাজ্যের রুট বদলের প্রস্তাব খারিজ করে পুরনো নকশাতেই কাজ শুরুর নির্দেশ দিল আদালত। অবিলম্বে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত রুটে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি নাদিরা পাথেরিয়া।

২০০৮ সালে সালে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে এই প্রকল্পে কাজ শুরু হয়। ঠিক ছিল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌছবে স্ট্র্যান্ড রোডে। সেখান থেকে মহাকরণ। কিন্তু, পরিবর্তনের পর রাজ্যের তরফে বিকল্প প্রস্তাব দেওয়া হয়, এসপ্লানেডকে জাংশন স্টেশন করে ব্র্যাবোর্ন রোডে ঘুরে যাবে মেট্রো লাইন। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে আদালত। আদালতের মতে, দুহাজার বারোতেই প্রকল্পের অংশীদারিত্ব ছেড়ে দেওয়ায়, রাজ্যের আর মেট্রো রুট নিয়ে মতামত দেওয়া উচিত নয়। 

.