স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন, ৭ জনের মৃত্যু

পূর্ব ভারত এবং মধ্য ও দক্ষিণ ভারতের একাংশে স্তব্ধ অনলাইন টিকিট কাটার ব্যবস্থা। 

Updated By: Mar 8, 2021, 11:02 PM IST
স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন, ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোডের আগুন (Strand Road Fire) নিয়ন্ত্রণে এলেও আহত অনেকে। নিখোঁজ বেশ কয়েকজন। জানা গিয়েছে, ধোঁয়ায় আটকে পড়ে অসুস্থ হয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাঁচটি অ্যাম্বুল্যান্স পৌঁছে যায় ঘটনাস্থলে। পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।            

৬.১০ নাগাদ আগুন লাগে স্ট্র্যান্ড রোডে (Strand Road Fire) পূর্ব রেলের (Eastern Railways Office Fire) ১৩ তলা ভবনে। তখন ছুটি হয়ে গেলে কয়েক জন ছিলেন বলে দাবি রেল কর্মীদের। তাঁদের মধ্যে  ৪ থেকে ৫ জনের খোঁজ মেলেনি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যাচ্ছে না। কিন্তু, তাঁরা ভিতরে আছেন কিনা, তা স্পষ্ট নয়।

এর পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ৬টি জোনে বিপর্যস্ত অনলাইনে টিকিট পরিষেবা। সেকেন্দ্রবাদের বিকল্পের মাধ্যমে রিজার্ভবেশন ব্যবস্থা চালু করা গিয়েছে। ফলে, অনলাইনে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা। পূর্ব ভারত এবং মধ্য ও দক্ষিণ ভারতের একাংশে স্তব্ধ অনলাইন টিকিট কাটার ব্যবস্থা।

আরও পড়ুন- চালু হচ্ছে টোকেন, 'লাইফ'-এ ফিরছে কলকাতার 'লাইফলাইন' মেট্রো

 

        

.