Kolkata: কয়লা কাণ্ডের তদন্তে নয়া মোড়, ৩ সংস্থার কর্মকর্তাকে তলব ED-র

কয়লা কাণ্ডে তিন সংস্থার কর্মকর্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Updated By: Sep 12, 2021, 02:01 PM IST
Kolkata: কয়লা কাণ্ডের তদন্তে নয়া মোড়, ৩ সংস্থার কর্মকর্তাকে তলব ED-র

নিজস্ব প্রতিবেদন: কয়লা কাণ্ডে তিন সংস্থার কর্মকর্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও সুজয় ভদ্রকে তলব করেছে ইডি। ১৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল। শুধুমাত্র সুজয় ভদ্র নয় এই কোম্পানির দুই ডিরেক্টরকেও তলব করা হয়েছে। কয়লা কাণ্ডের তদন্ত করতে গিয়ে এই কোম্পানির যোগসূত্র পেয়েছে বলে দাবি, ইডি সূত্রে। 

যদিও এখনও পর্যন্ত এই সংস্থার তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত,ফের কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)-কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলব। সম্ভবত ২১ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। 

আরও পড়ুন, Asansol: ভরদুপুরে ফিল্মি কায়দায় নিখুঁত অপারেশন! গোল্ড লোন সংস্থার অফিসে লুঠ নগদ টাকা, সোনা

ইডি সূ্ত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)-কে আরও কিছু জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। তাই ফের তাঁকে তলব করা হয়েছে। যদিও তিনি যাবেন কিনা, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের তরফে পাওয়া যায়নি।   

এর আগেও ইডির প্রথম তলবে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। ৬ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে টানা প্রায় ৯ ঘণ্টা ম্য়ারাথন জেরা করেন তদন্তকারীরা। এর একদিন পরেই অভিষেককে দ্বিতীয় নোটিস দেয় ইডি। যদিও সেবার হাজিরা দেননি অভিষেক। স্পষ্ট জানান, একদিনের মধ্যে ফের তাঁর পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। ইডির প্রথম জিজ্ঞাসাবাদ শেষে বাইরে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.