ED raid: ভুয়ো ডিরেক্টর মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে ইডি

মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বালিগঞ্জের বাড়ি এবং বি বা দি বাগের অফিসেও একযোগে তল্লাশি চলছে।

Updated By: Feb 20, 2024, 08:51 AM IST
ED raid: ভুয়ো ডিরেক্টর মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে ইডি

অয়ন ঘোষাল: দক্ষিণ সাঁকরাইলের ডেল্টা জুট মিলের ভিতরে ইডি। এর আগে SFIO প্রাথমিক তদন্ত করেছিল। পরে বিষয়টি কলকাতা হাইকোর্টের গোচরে আসে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে শুনানি হয়। সেখানে এই  মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট ২২ ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কীভাবে নিয়োগ? নিয়োগ সংক্রান্ত তথ্য কোথায়? ২০১১ সালের পর থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকদের থেকে কাটা হলেও সেই টাকা পি এফ তহবিলে জমা পড়েনি। শ্রমিকদের মজুরি ক্রেডিটে দেওয়া হচ্ছে বেশ কয়েক বছর ধরে। দায়ভার যার ওপর বর্তায়, অর্থাৎ ডিরেক্টর, তিনি ভুয়ো বলে অভিযোগ ওঠে।

শ্রমিকরা যাকে ডিরেক্টর বলে চিহ্নিত করছেন, সেই মিলন দুয়ারী নিজেকে ডিরেক্টর বলে স্বীকার করতে চাইছেন না। এই মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বালিগঞ্জের বাড়ি এবং বি বা দি বাগের অফিসেও একযোগে তল্লাশি চলছে। 

আরও পড়ুন, Aadhaar Deactivation| Mamata Banerjee: আধার বাতিলে চড়া সুর মমতার, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.