কয়লা কাণ্ডে ED-র নজরে রাজ্যের ৭ IPS, জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব
অতিমারিতে ভার্চুয়ালি জিজ্ঞাবাদ করতে চায় ইডি।
নিজস্ব প্রতিবেদন: কয়লা কাণ্ডে এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের সাত IPS অফিসারকে তলব। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য তলব। করোনা পরিস্থিতিতে ইডির দিল্লির অফিস থেকে এই সাতজনকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
এই সাতজন অফিসার হলেন, আইপিএস কোটেশ্বর রাও, পুরুলিয়ার পুলিস সুপার এস সেলভামুরুগান, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি শ্যাম সিং, IPS রাজীব মিশ্র, IPS সুকেশকুমার জৈন, ADG CID জ্ঞানবন্ত সিং এবং তথাগত বসু। কয়লা কাণ্ডের তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজন IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: কার্যকর হল হাইকোর্টের নির্দেশ, উচ্চ প্রাথমিকে নিয়োগের তালিকা প্রকাশ করল বোর্ড
আরও পড়ুন: ভাড়া অপরিবর্তিত রেখেই রাস্তায় নামছে বাস, সরকারি আশ্বাসে সুর নরম মালিকদের
দিল্লি থেকে যেহেতু এই মামলার তদন্ত হচ্ছে, সেহেতু দিল্লি থেকেই জেরা জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সূত্রের খবর, করোনা পরিস্থিতি না হলে দিল্লিতেই সাতজনকে তলব করা হত। যেমনটা হয়েছিল অশোক মিশ্রকে। তবে অতিমারিতে ভার্চুয়ালি হবে জিজ্ঞাসাবাদ।