আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত? ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে ED

প্রিভেনশন অব মানি লন্ডারিং (PML) আইন অনুযায়ী, আর্থিক অনিয়ম হলেই তারা তদন্ত করতে পারে। রাজ্য বা আদালতের অনুমতি লাগে না। 

Updated By: Jul 8, 2021, 07:48 PM IST
আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত? ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে ED

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো টিকাকাণ্ডে (Fake Vaccination) তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ED)। এমনটাই সূত্রের খবর। এই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিস (Kolkata Police)। তাদের কাছ থেকে তদন্ত সংক্রান্ত নথিপত্র চেয়েছিল ইডি। তা পাঠানোও হয়। এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে তদন্ত চালানোর প্রক্রিয়া শুরু করছে ইডি (ED)। দিল্লি ইডি সূত্রের খবর, দু-একদিনের মধ্যে এফআইআর করা হচ্ছে। 

জাল টিকাকাণ্ডে কলকাতা পুলিস ও ইডি সমান্তরাল তদন্ত শুরু করতে চলেছে। সিবিআই-র ক্ষেত্রে যেভাবে রাজ্য বা আদালতের অনুমোদন লাগে তেমন বাধ্যবাধকতা নেই ইডি-র। প্রিভেনশন অব মানি লন্ডারিং (PML) আইন অনুযায়ী, আর্থিক অনিয়ম হলেই তারা তদন্ত করতে পারে। রাজ্য বা আদালতের অনুমতি লাগে না। ইডি সূত্রের খবর, ভুয়ো টিকাকাণ্ডে দেবাঞ্জনের সঙ্গে জড়িয়ে গিয়েছে একাধিক বিষয়। কারণ দিনের পর দিন অভিযুক্ত দেবাঞ্জন দেব নিজেকে পুরসভার যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়েছে। অথচ তাকে কেউ ধরতে পারলেন না! দেবাঞ্জনের সঙ্গে সরকারি আধিকারিকরাও প্রতারণায় জড়িত থাকতে পারে। নিশ্চিতভাবে মোটা অর্থের বেআইনি লেনদেনও হয়েছে। তার হদিশ পেতে তদন্ত করতে চলেছে তারা। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।   

টিকাকাণ্ডে তৃণমূল-যোগের অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করেছেন বিরোধী দল বিজেপি। কলকাতা পুলিসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। স্বাভাবিকভাবে ইডি তৎপর হওয়ায় আরও একবার কি কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে?

আরও পড়ুন- 'বামদের চেয়ে TMC আমলে বাজেটে উন্নতি হয়েছে', Suvendu-র পাশে বসেই বললেন BJP বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.