অর্ণবাংশু নিয়োগী: ইডির দাবি মেনে নিল কলকাতা হাইকোর্ট। শরীরিক পরীক্ষার জন্য সোমবার পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) ভুবনেশ্বর এইমস-এ (AIIMS) নিয়ে যাবে ইডি (ED)। এয়ার অ্য়াম্বুল্যান্সে তৃণমূল মহাসচিবকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার নিম্ন আদালতে একটি মামলার শুনানি রয়েছে। ভার্চুয়ালি সেই শুনানিতে যোগ দেবেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। সেই ব্যবস্থা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ, ভুবনেশ্বর এইমস হাসপাতালে কার্ডিওলজি, নেফ্রলজি, রেস্পিরাটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি বিশেষ দল গঠন করতে হবে। সেই দল পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা করবে।  


আদালতের নির্দেশ, সোমবার বিকেল তিনটের মধ্যে শারীরিক পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তদন্তকারী আধিকারীক, এসএসকেএম হাসপাতালে চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে সেই রিপোর্ট দিতে হবে। তদন্তকারী আধিকারিক রিপোর্টের সফট কপি কলকাতার ইডি অফিসে পাঠাবেন। কলকাতার ইডি আধিকারিকরা সেই কপি বিশেষ আদালতের কাছে পেশ করবেন।


হাইকোর্টের নির্দেশে সোমবার বিকেল চারটের সময় নিম্ন আদালতে শুনানির কাজ শুরু হবে। তদন্তকারী আধিকারিক ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায়কে নিম্ন আদালতের সামনে পেশের বন্দোবস্ত করবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)