শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব 'যখন -তখন', শিক্ষাঙ্গনে লাগামছাড়া নৈরাজ্যই এখন এ রাজ্যের রোজনামচা

ঘেরাও-বিক্ষোভ তো মামুলি ব্যাপার। শিক্ষাঙ্গনে লাগামছাড়া নৈরাজ্যই এখন এ রাজ্যের রোজনামচা।  শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব চলছে যখন -তখন। শিক্ষকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না ছাত্রনেতারা।

Updated By: Sep 5, 2015, 02:49 PM IST
শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব 'যখন -তখন', শিক্ষাঙ্গনে লাগামছাড়া নৈরাজ্যই এখন এ রাজ্যের রোজনামচা

ওয়েব ডেস্ক: ঘেরাও-বিক্ষোভ তো মামুলি ব্যাপার। শিক্ষাঙ্গনে লাগামছাড়া নৈরাজ্যই এখন এ রাজ্যের রোজনামচা।  শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব চলছে যখন -তখন। শিক্ষকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না ছাত্রনেতারা।

রাজনৈতিক পালাবদলের পর গত চার বছরে রাজ্যে শিক্ষাঙ্গন অশান্ত হয়েছে বারবার।

নৈরাজ্যের নমুনা ১

রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ হেনস্থার এই  ছবি দেখে আজও শিউরে ওঠেন রাজ্যবাসী।  কলেজেই নিগৃহীত হন অধ্যক্ষ। অভিযোগের আঙুল ওঠে  স্থানীয় তৃণমূল নেতা তিলক চৌধুরীর দিকে।

নৈরাজ্যের নমুনা ২

রায়গঞ্জের চব্বিশ ঘণ্টার মধ্যেই  নদিয়ার মাজদিয়া। অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ করকে  বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে।

নৈরাজ্যের নমুনা ৩

ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলনেতা আরাবুল ইসলামের ছোঁড়া জগে জখম হন অধ্যাপিকা দেবযানী দে।

নৈরাজ্যের নমুনা ৪

পরীক্ষার হলে  তৃণমূল নেতার স্ত্রীর টোকাটুকি ধরে ফেলায়  মার খেলেন ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায়। অভিযুক্ত জেলা পরিষদের তৃণমূল সদস্য গৌতম পাল।

নৈরাজ্যের নমুনা ৫

এবার সন্দেশখালির কালীনগর কলেজ। অধ্যক্ষ মনোরঞ্জন নস্করকে রড, চেন দিয়ে তাঁকে পেটানোর অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে।

 গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদের নির্বাচন ঘিরে অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পুলিসকর্মী তাপস চোধুরী। অশান্তি ছড়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও।

নৈরাজ্যের নমুনা ৬

এবার মালদার সামসি কলেজ। মদ্যপ অবস্থায় পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে বলায় দুই শিক্ষিকাকে রেপ করিয়ে দেওয়ার হুমকি   টিএমসিপি নেতা তাজামুল হকের।

নৈরাজ্যের নমুনা ৭

অঙ্কে পঁয়ষট্টি শতাংশ নম্বর দিতেই হবে। আবদার না মানায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খানের ওপর চড়াও  টিএমসিপি।  

এখানেই শেষ নয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফিরেছে বেপরোয়া টোকাটুকি। উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্র আন্দোলনে  উত্তাল যাদবপুর। একসময়  ছোট ঘটনার তকমা দেওয়া মুখ্যমন্ত্রীর গলায় এবার অন্য সুর। কিন্তু তাতেও কাজ হল কই!

নৈরাজ্যের নমুনা ৮

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সেনেট হলেই বেনজির হেনস্থার শিকার অধ্যাপকরা। অভিযোগের তির টিএমসিপির  দিকে।

নৈরাজ্যের নমুনা ৯
ফের উত্তাল প্রেসিডেন্সি। উপাচার্যের পদত্যাগের দাবিতে রাতভর ঘেরাও পড়ুয়াদের। কিন্তু শিক্ষামন্ত্রী মোটেও উদ্বিগ্ন নন!

নৈরাজ্যের নমুনা১০
অবশেষে মালদা এবং রায়গঞ্জ। ধর্মঘটে স্কুল বন্ধ রাখার অপরাধে মালদার স্কুলে বেপরোয়া ভাঙচুর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর গুলি,বোমায় অগ্নিগর্ভ। আতঙ্কে পড়ুয়ারা। উদ্বিগ্ন শিক্ষামহল। প্রশ্ন উঠছে, এই নৈরাজ্যের শেষ কোথায়?

.