নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় ছেলের হাতে খুন হন বাবা। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার ১/সি রায়পুর রোড ইস্টে। টাকা না পেয়ে আক্রোশের বশেই বাবাকে খুন করে ছেলে। যাদবপুর কাণ্ডের তদন্তে নেমে প্রাথমিক মোটিভ পুলিসের হাতে। থানা সূত্রে খবর, বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল অভিযুক্ত অর্পণ বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বর্ষবরণের দিনই আনন্দ বদলে গেল বিষাদে! ডুয়ার্সে গাড়ি দুর্ঘটনায় জখম চিতাবাঘ ও সওয়ারিরা


গতরাতে বাড়ির নিচে মেলে বাবা শুভময় বন্দ্যোপাধ্যায় (৭০) রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেয় স্থানীয়রা। পুলিস এসে দেহটি উদ্ধার করে। পাশাপাশি  ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। বাড়িতে আলাদা করে নিহতের স্ত্রীর সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা অফিসাররা। এলাকাবাসীর অভিযোগ, রায়পুর রোড ইস্টের বাসিন্দা অর্পণ বন্দ্যোপাধ্যায় মাঝেমধ্যেই বাবা শুভময় বন্দ্যোপাধ্যায়কে মারধর করত। 


আরও পড়ুন: শীতের এই ইনিংসের স্থায়িত্ব বেশি দিন নয়, ভিলেন ঝঞ্ঝায় বাধা উত্তুরে হাওয়া


আরও অভিযোগ মানসিকভাবে সুস্থ নন অভিযুক্ত অর্পণ বন্দ্যোপাধ্যায়। পুলিস সূত্রে খবর নিহত শুভময় ব্যানার্জি জর্জ কোর্টের টাইপিস্ট ছিলেন। গতকাল সকালেও বাবাকে মারধর করে অর্পণ। রাতেও অশান্তি হয় বলে অভিযোগ। বৃদ্ধের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।কি কারণে খুন করা হয়েছে জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।