শীতের এই ইনিংসের স্থায়িত্ব বেশি দিন নয়, ভিলেন ঝঞ্ঝায় বাধা উত্তুরে হাওয়া

আজকের তাপমাত্রার পারদ ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকবে।

Updated By: Jan 2, 2021, 10:30 AM IST
শীতের এই ইনিংসের স্থায়িত্ব বেশি দিন নয়, ভিলেন ঝঞ্ঝায় বাধা উত্তুরে হাওয়া

নিজস্ব প্রতিবেদন: সামান্য কমল তাপমাত্রা। আজকের তাপমাত্রার পারদ ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়বে  উষ্ণতার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই বলছে। কেন?

হাওয়া অফিস বলছে, শীতকে আউট করে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ভিড়। যা জম্মু ও কাশ্মীরে উত্তুরে হাওয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। গোদের ওপর বিষফোঁড়ার মত বঙ্গোপসাগর থেকে বইছে পূবালী হাওয়া। জোড়া ফলায় একদিকে যেমন উত্তর-পূর্ব ভারতে দুর্যোগের পূর্বাভাস তৈরি হয়েছে, তেমনই সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে মকর সংক্রান্তির আগে আবার ঘুরে দাঁড়াতে পারে শীত। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিক। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ বজায় থাকবে। যদিও তা আরও কিছুটা কম হতে পারে বলেই পূর্বাভাস। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা চড়বে কলকাতাসহ অন্যান্য জেলায়। 

.