কলকাতায় এনসেফেলাইটিসের থাবা, রাজ্যে মৃত বেড়ে ১৩৪
Updated By: Jul 30, 2014, 12:32 PM IST
এবার কলকাতায় এনসেফেলাইটিসের থাবা। মঙ্গলবার ভোরে এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু হয় ন্যাশানাল মেডিক্যালে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই শিশু সোমবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যালে। এন আর এস মেডিক্যালেও এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে অন্য এক শিশু।
এদিকে, রাজ্যে এনসেফেলাইটিসের দাপট অব্যাহত। এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই নিয়ে উত্তরবঙ্গে মেডিক্যালে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩ জন। কলকাতাতেও মৃত এক।