শান্তিপ্রক্রিয়ায় ইতি
বন্ধ হয়ে গেল মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তিপ্রক্রিয়া। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজ্য সরকার নিয়োজিত মধ্যস্থতাকারীরা জানিয়ে দিয়েছেন, শান্তিপ্রক্রিয়া আর চালানো সম্ভব নয়। তাঁরা এই প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়েছেন।
বন্ধ হয়ে গেল মাওবাদীদের সঙ্গে সরকারের শান্তিপ্রক্রিয়া। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজ্য সরকার নিয়োজিত মধ্যস্থতাকারীরা জানিয়ে দিয়েছেন, শান্তিপ্রক্রিয়া আর চালানো সম্ভব নয়। তাঁরা এই প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়েছেন। রাজ্য সরকার এবং মাওবাদী। দুপক্ষের মধ্যে শান্তিপ্রক্রিয়া নিয়ে টালমাটাল অবস্থা চলছিল কিছুদিন ধরেই। একদিকে মাওবাদীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আর অন্যদিকে, মাওবাদীদের অনড় অবস্থান। দুইয়ে মিলে শান্তিপ্রক্রিয়া বারে বারে আটকে যাচ্ছিল। বুধবার মধ্যস্থতাকারীদের তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বন্ধ হয়ে গেল শান্তি প্রক্রিয়া। মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য একসময় এই মধ্যস্থতাকারীদের নিয়োগ করেছিল রাজ্য সরকারই। মুখ্যমন্ত্রীকে জানিয়েই মাওবাদীদের রাজ্য সম্পাদক আকাশের সঙ্গে বৈঠক করেছিলেন সুজাত ভদ্র, ছোটন দাসরা। তবে গত কয়েকদিনেই ছবিটা দ্রুত বদলে যেতে থাকে। মাওবাদীদের নিয়ে সুর ক্রমশ চড়া করতে থাকেন মুখ্যমন্ত্রী। ফের গতি পায় যৌথবাহিনীর অভিযান। অন্যদিকে, মাওবাদীরাও অস্ত্র সংবরণ ইস্যুতে পিছু হটতে রাজি হয়নি কখনই। বুধবার মধ্যস্থতাকারীদের তরফে সুজাত ভদ্র মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই দায়িত্ব থেকে অব্যাহতি চান। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মাওবাদীদেরও।