জামাইয়ের বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী শ্বশুর

জামাইয়ের বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী শ্বশুর। ঘটনাটি ঘটেছে বেহালার ব্রহ্ম সমাজ রোডে। গতকাল বিকেলে স্ত্রী রেখা মণ্ডলকে নিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে আসেন দক্ষিণ ২৪ পরগনার দেউলির বাসিন্দা অশোক মণ্ডল। রাতে সবাই শুয়ে পড়ার পর গায়ের কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন অশোক বাবু। ওই অবস্থায় ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন।

Updated By: Feb 12, 2017, 09:57 AM IST
জামাইয়ের বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী শ্বশুর
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জামাইয়ের বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী শ্বশুর। ঘটনাটি ঘটেছে বেহালার ব্রহ্ম সমাজ রোডে। গতকাল বিকেলে স্ত্রী রেখা মণ্ডলকে নিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে আসেন দক্ষিণ ২৪ পরগনার দেউলির বাসিন্দা অশোক মণ্ডল। রাতে সবাই শুয়ে পড়ার পর গায়ের কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন অশোক বাবু। ওই অবস্থায় ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন।

আরও পড়ুন- কালীঘাটে আক্রান্ত ব্যবসায়ী দম্পতি, কাটা গেল স্ত্রীর হাত

প্রতিবেশীরা দেখতে পেলে চিত্কার চেঁচামেচি শুরু করেন। কিন্তু ততক্ষণে সব শেষ। কেন আত্মহত্যা করলেন অশোক মণ্ডল? সত্যিই কি তিনি গায়ে আগুন দিয়েছিলেন, নাকি অন্য কেউ আগুন লাগিয়ে দিয়েছিল? এই সব প্রশ্নেরই উত্তর খঁজুছে পর্ণশ্রী থানার পুলিস।

.