নিজস্ব প্রতিবেদন: কাকভোরে শহরে ভয়াবহ আগুন। উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডে একটি গোডাউনে আগুন। দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল? তদন্তে দমকল ও উল্টোডাঙা থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ২/৪ উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের ওই ডালের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে দমকলের ৩টে ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপরও আগুন নিয়ন্ত্রণে না এলে, ঘটনাস্থলে আসে দমকলের আরও ৪টে ইঞ্জিন। মোট সাতটি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।    


আরও পড়ুন: সফরসূচি বদল, সোমবার ত্রিপুরায় যাচ্ছেন Abhishek Banerjee


আরও পড়ুন: হুঁশ আর ফিরল না, ফের বিদ্যুৎপৃষ্টের ঘটনা, আলিপুর কোর্টে অল্পের জন্য রক্ষা ২ আইনজীবীর


যেহেতু গোডাউনের ভিতরে কেউ ছিলেন না, তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে অনেক সামগ্রীর ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন খতিয়ে দেখছে দমকল। প্রাথমিক অনুমান বৃষ্টির কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায়, প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করতে বেগ পেতে হয় দমকলকে। বর্তমানে কুলিং ডাউন প্রসেস চলছে।