মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত সালকিয়ার কাপড়ের গুদাম
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার সালকিয়ার একটি ছাঁট কাপড়ের গুদাম। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট এলাকায় ওই ছাঁট কাপড়ের গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার সালকিয়ার একটি ছাঁট কাপড়ের গুদাম। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট এলাকায় ওই ছাঁট কাপড়ের গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।
হঠাত্ই সালকিয়ার জে এন মুখার্জি রোডের ওপর বাঁধাঘাট এলাকায় ছাঁট কাপড়ের গুদামে আগুনেন লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দমকল পৌঁছনোর আগে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। জনবহুল এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া থানার পুলিসও। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভস্মীভূত হয়ে গেছে তিন তলা গুদামটি।
আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিপুল পরিমাণে ছাঁট কাপড়ের মত দাহ্য পদার্থ মজুত থাকলেও গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের।