নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে স্ট্র্যান্ড রোডে ঘিঞ্জি এলাকায় বিধ্বংসী আগুন। জেশপ বিল্ডিংয়ে পাশে একটি রাবারের গুদামে প্রথমে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে লাগল আগুন? খতিয়ে দেখছে দমকল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ৩০ স্ট্র্যান্ড রোডের ওই রাবারের গুদামে আগুন লাগে। জেশপ বিল্ডিং লাগোয়া একটি বহুতলের দোতালায় ওই রাবারের গুদামে ছিল। সেখানেই প্রথমে আগুন লাগে। এরপর পাশের আরও দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় তাঁরা আগুন আয়ত্তে আনে। রাতভর এবং বুধবার ভোরেও চলে কুলিং প্রোসেস। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।


আরও পড়ুন: দিলীপ, লকেট, শান্তনু ও নিশীথ- মন্ত্রিসভার সম্প্রসারণে কার কাছে দিল্লির ফোন?


আরও পড়ুন: কলকাতা-উত্তর ২৪ পরগনায় নিম্নমুখী সংক্রমণ, আশঙ্কা বাড়াচ্ছে উত্তর-দক্ষিণের দুই জেলা


স্থানীয় সূত্রে খবর, এলাকাটি ঘিঞ্জি ও সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন ঢোকানো সম্ভব হয়নি। এমনকি ওই গুদামেও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।