এবার আগুন উল্টোডাঙায়
ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার সন্ধেয় উল্টোডাঙার স্টেশন সংলগ্ন একটি বৈদ্যুতিন সরঞ্জামের শোরুমে আগুন লাগে। শোরুমের ৪ তলায় ছিল গুদাম। গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে শোরুমের বাকি তলায় আগুন ছড়াতে পারেনি। ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন এবং একটি ল্যাডার।
ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার সন্ধেয় উল্টোডাঙার স্টেশন সংলগ্ন একটি বৈদ্যুতিন সরঞ্জামের শোরুমে আগুন লাগে। শোরুমের ৪ তলায় ছিল গুদাম। গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে শোরুমের বাকি তলায় আগুন ছড়াতে পারেনি। ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন এবং একটি ল্যাডার। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই, ওই বাড়ি এবং আশপাশের বাড়ির থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্টোডাঙা মোড়ের মতো জনবহুল এলাকায় আগুন লাগায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় এলাকায়।