হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

  আগুন লাগল কলকাতা হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিংয়ে। সকাল নটা নাগাদ দু’তলায় বিচারপতি জয়মাল্য বাগচির চেম্বার থেকে ধোঁয়া বেরোতে দেখা ‌যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে ‌যায় দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Updated By: Mar 5, 2018, 10:22 AM IST
হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদন:  আগুন লাগল কলকাতা হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিংয়ে। সকাল নটা নাগাদ দু’তলায় বিচারপতি জয়মাল্য বাগচির চেম্বার থেকে ধোঁয়া বেরোতে দেখা ‌যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে ‌যায় দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে এবারই শেষ ভাষণ দেবেন মোদী, দাবি ডেরেকের

এদিকে হাইকোর্টের ২৮ নম্বর ওই ঘরে কীভাবে আগুন লাগল তা এখনও জানা ‌যায়নি। ঘরে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গিয়েছে বলে জানা ‌যাচ্ছে। তবে ক্ষতির পরিমাণ কত তা নিয়ে তদন্ত চলছে। ঘরটি বন্ধ ছিল। তাই এসিও বন্ধ। ফলে এসি থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। তার পরেও কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলে, রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আগুন নিভলেও কোথও কোনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।  

.