আগুনে পুড়ে ছাই পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বাড়ি
আগুনে পুড়ে ছাই বাড়ি। আতঙ্কের পরিবেশ বাইপাস সংলগ্ন পূর্ব যাদবপুর থানার একশো ন' নম্বর ওয়ার্ডের দীনেশ নগরে। গতরাতে এলাকার একটি দরমার বাড়িতে আগুন লাগে। তাতে বাড়িওয়ালা ছাড়াও পাঁচটি ভাড়াটে পরিবার থাকত বলে খবর। খবর পেয়েই সেখানে পৌঁছয় দমকল। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
![আগুনে পুড়ে ছাই পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বাড়ি আগুনে পুড়ে ছাই পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বাড়ি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/13/85446-jadavpur13-5-17.jpg)
ওয়েব ডেস্ক: আগুনে পুড়ে ছাই বাড়ি। আতঙ্কের পরিবেশ বাইপাস সংলগ্ন পূর্ব যাদবপুর থানার একশো ন' নম্বর ওয়ার্ডের দীনেশ নগরে। গতরাতে এলাকার একটি দরমার বাড়িতে আগুন লাগে। তাতে বাড়িওয়ালা ছাড়াও পাঁচটি ভাড়াটে পরিবার থাকত বলে খবর। খবর পেয়েই সেখানে পৌঁছয় দমকল। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন শহরে ফের অটো চালকের দৌরাত্ম্য, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ অটো চালকের বিরুদ্ধে
তবে ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই। কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যান কাউন্সিলর অনন্যা ব্যানার্জি।
আরও পড়ুন সনিকা মৃত্যু তদন্তে নয়া সূত্র!