ফের রাতের কলকাতায় আগুন, হাতিবাগান এবং খিদিরপুরে
ফের রাতের কলকাতায় আগুন। এ বার আগুন লাগল হাতিবাগানে খান্না মোড়ের কাছে অয়েল মিলে। এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও দমকলের আটটি ইঞ্জিন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যান মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি জানান, নিয়ম না মেনে অয়েল মিলটি চলছিল। মিল বন্ধের কথা বলা হয়েছে। আগুন নেভানোর কোনও ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে দমকল।
![ফের রাতের কলকাতায় আগুন, হাতিবাগান এবং খিদিরপুরে ফের রাতের কলকাতায় আগুন, হাতিবাগান এবং খিদিরপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/09/85205-agun9-7-16.jpg)
ওয়েব ডেস্ক: ফের রাতের কলকাতায় আগুন। এ বার আগুন লাগল হাতিবাগানে খান্না মোড়ের কাছে অয়েল মিলে। এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও দমকলের আটটি ইঞ্জিন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যান মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি জানান, নিয়ম না মেনে অয়েল মিলটি চলছিল। মিল বন্ধের কথা বলা হয়েছে। আগুন নেভানোর কোনও ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে দমকল।
আরও পড়ুন অস্ত্রোপচার হল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর
অন্যদিকে, কাল রাতে খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের সামনে কয়লা বোঝাই লরিতে আগুন লাগে। টায়ার জ্বলতে দেখে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে, দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিস লরি আটক করলেও চালক পলাতক।
আরও পড়ুন এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর