নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরভোটে (KMC Election 2021) নিরঙ্কুশ সংখ্য়া গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ছোট লাল বাড়ি দখলে রেখেছে শাসকদল। এবার জল্পনা মেয়র নিয়ে। কে হবেন মেয়র? ফিরহাদ হাকিম (Firhad Hakim) নাকি অন্য কেউ? মেয়র পারিষদই বা হবেন কারা? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রশ্নে শাসকদলের জয়ী কাউন্সিলরদের মধ্যেও টানাপোড়েন শুরু হয়েছে। কার ভাগ্যের শিঁকে ছিড়বে হাত গুনছেন অনেকেকে। কেউ কেউ শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে একটা ঘটনা যেন বহু জল্পনায় জল ঢালল। পুরসভার ক্ষেত্রে কাউন্সিলরদের কোনও বৈঠক থাকলে সাধারণত মেয়রের অফিস থেকে তাঁদের কাছে ফোন যায়। কোনও মেয়র না থাকায় এতদিন পর্যন্ত সেই কাজ থমকে ছিল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের (TMC) জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকের আগে প্রত্যেকের কাছে ফোন গিয়েছে। যিনি আগে ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘরে এই দায়িত্ব পালন করতেন, তিনিই বুধবার ফোন করেছেন সকল জয়ী কাউন্সিলরকে।  


বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে বৈঠকে বসবে তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতৃত্ব। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাসকদলের অন্দরের খবর, মেয়র হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফের ডেপুটি মেয়র হতে পারেন অতীন ঘোষ (Atin Ghosh)। চেয়ারপার্সন হিসেবে মারা রায়ের (Mala Roy) উপরে ভরসা রাখতে চলেছে শাসকদল।  


১৫ জন মেয়র পারিষদের মধ্যে কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে। পারিষদ হতে পারেন ১০৬ নম্বরের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, ১০১-এর কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ৭৩ ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। ১৬ টি বরো চেয়ারম্যানের মধ্য়ে ৬টি পদ খালি পড়ে রয়েছে। এদের মধ্য়ে কেউ কেউ এবার টিকিট পাননি। কেউ বা মারা গিয়েছেন। বরো ২, ৪, ৫ এবং ৬-এর প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে সাধন সাহা, স্মিতা বক্সি, সঞ্চিতা মণ্ডল এবং রত মালাকার টিকিট পাননি। মারা গিয়েছেন বরো ১৪ এবং ১৬-র প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে মাণিকলাল চট্টোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ ভট্টাচার্য। পাশাপাশি আরও কয়েকটি বরোতে নতুন মুখদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে। 


আরও পড়ুন: Omicron in Kolkata: শহরে আরও ওমিক্রন আক্রান্তের খোঁজ, আক্রান্ত ব্রিটেন ও নাইজেরিয়া ফেরত ২


আরও পড়ুন: Mamata Banerjee: 'রাজ্যে ৩ গুণ কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন উচ্চতায় বাংলা', টুইট মমতার


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App