নিজস্ব প্রতিবেদন: আর কতদিন বিজেপিতে থাকবেন? শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, 'শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ-নেতা-মন্ত্রী-সহ অনেকেই। ভোটের ফল প্রকাশের পর যখন বেশিরভাগই ফিরেছেন তৃণমূলে, তখন শুভেন্দু কিন্তু ব্যতিক্রম। পুরভোটের প্রচারে এখন গোটা রাজ্য কার্যত চষে বেড়াচ্ছেন তিনি। গতকাল, শুক্রবার বিজেপি প্রার্থী সমর্থনে প্রচারে গিয়েছিলেন কাঁথির ৬ নম্বর ওয়ার্ডে। শুভেন্দুকে ঘিরে ধরে 'গো-ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এমনকী, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় প্রচারে বেরিয়ে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন ৩ স্থানীয় বাসিন্দা।


আরও পড়ুন: TMC-র পরবর্তী কর্মসমিতির বৈঠক দিল্লিতে, একগুচ্ছ পরিকল্পনার ইঙ্গিত


বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে জেড-ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে বুলেট প্রুফ গাড়িও। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। কী প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকবেন না'।  তাহলে কি ঘর ওয়াপসি?  'তৃণমূলে নেওয়া হবে না', স্পষ্ট জবাব ফিরহাদের।


আরও পড়ুন: Illegal Hookah Bar In Kolkata: অপরিচিতদের আনাগোনা, ধোঁয়ায় ঢাকত তিন তলার ঘর! রহস্যের কিনারা পুলিসের


এদিকে লোকসভা ভোটের আগে দলের সংগঠন ঢেলে সাজাতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই, জাতীয় কর্মসমিতিতে পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ সেই তালিকা জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। সূত্রের খবর, পুরনো কমিটি ভেঙে খুব তাড়াতাড়ি নতুন করে তৈরি হতে চলেছে তৃণমূলর রাজ্য কমিটিও।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App