১৩ মিনিটে ১৯ কিমি! কলকাতা থেকে হায়দরাবাদে পৌঁছল ফুসফুস, প্রথমবার ভিন রাজ্যে অঙ্গদান
রবিবার মধ্য রাতে গ্রিন করিডর করে সেই অঙ্গ পৌঁছায় তিন-তিনটি হাসপাতালে।
নিজস্ব প্রতিবেদন : শহরে ফের সফল অঙ্গ প্রতিস্থাপনের নজির। এই প্রথম রাজ্যের সীমা ছাড়িয়ে ব্রেন ডেথ রোগীর অঙ্গ পৌঁছে গেল হায়দরাবাদে। শুধু ভিন রাজ্যের হাসপাতালেই নয়। অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ পৌঁছল এসএসকেএম ও শহরের বিশিষ্ট চক্ষু হাসপাতালে।
ব্রেন টিউমার নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে বৃহস্পতিবার ভর্তি করা হয় হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বছর চুয়াল্লিশের পীযূষকান্তি ঘোষালকে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতেই ওই যুবকের ব্রেন ডেথ হয়। চিকিৎসকরা ওই যুবকের ব্রেন ডেথ ঘোষণা করার পরই পীযূষকান্তি ঘোষালের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। রবিবার থেকে শুরু হয় সেই প্রক্রিয়া।
বিকালেই রোটর থেকে একটি বিশেষ প্রতিনিধি দল এসে পৌঁছয় মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে। এরপর গভীর রাতে অস্ত্রোপচার শেষ হলে অঙ্গদানের প্রক্রিয়াকরণ শুরু করা হয়। রবিবার মধ্য রাতে গ্রিন করিডর করে সেই অঙ্গ পৌঁছায় তিন-তিনটি হাসপাতালে। গ্রিন করিডোর দিয়ে পুলিসি সহায়তায় অঙ্গ পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। মল্লিকবাজার কলকাতা বিমানবন্দর পর্যন্ত ১৯ কিলোমিটার পথ গ্রিন করিডোরে মাত্র ১৩ মিনিটে অতিক্রম করে প্রতিনিধি দলটি। তারপর কেআইএমএস হায়দরাবাদে উড়ে যায় ফুসফুস। অন্যদিকে, এসএসকেএম-এ পাঠানো হয় কিডনি ও ত্বক। আর শঙ্কর নেত্রালয়ে পাঠানো হয় কর্নিয়া।
আরও পড়ুন, উদ্বেগ বাড়াচ্ছে ৩ জেলা, জেনে নিন আপনার এলাকার করোনা পরিস্থিতি