Satyabrata Mookherjee died: প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়
রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন জুলুবাবু নামেই। অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন জুলুবাবু নামেই। প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সতব্রত মুখোপাধ্যায়। অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।
রাহুল সিনহার আগে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সত্যব্রত। ২০০৮ সালে ওই পদে বসেছিলেন। ২০০৯ সালে তাঁকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি হন রাহুল সিংহ। আইনজীবী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন সদ্য প্রয়াত এই নেতা।
আরও পড়ুন: Arabul Islam: ফের বেপরোয়া গতির শিকার! মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আরাবুল-পুত্রের বিরুদ্ধে
১৯৯৯ সালে লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে বিজেপি টিকিটে জিতেছিলেন সত্যব্রত মুখোপাধ্য়ায়। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের, আর ২০০২ সাল থেকে ২০০৩ কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন 'জুলুবাবু'।
I am disheartened about the sad demise of former BJP4Bengal President Shri Satyabrata Mukherjee. Popularly known as Jolu Babu, he was an MP & Minister in Atal Bihari Vajpayee Govt.
Condolences to his family members & friends. May his soul attain eternal peace. Om Shanti pic.twitter.com/YoSIloZJrC— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 3, 2023
১৯৩২ সালের ৮ মে অধুনা বাংলাদেশের সিলেট জন্ম সত্যব্রতের। পরে চলে আসেন নদিয়ার কালীগঞ্জের পাগলাচণ্ডী গ্রামে। পরিবারের প্রায় সকলেই ছিলেন আইনজীবী। একসময়ে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন তিনি। এরপর যোগ দেন রাজনীতিতে।