ভাঙচুরের পর চরম অনিশ্চয়তার মুখে ক্রাইস্ট চার্চ স্কুলের ছাত্রীদের ভবিষ্যত
ভাঙচুরের পর থেকে চরম অনিশ্চয়তার মুখে ক্রাইস্ট চার্চ স্কুলের ছাত্রীদের ভবিষ্যত। চরম দুশ্চিন্তায় স্কুলের ছাত্রী ও অভিভাবকরা। আজ মিশনারি স্কুলের পরিচালন সমিতি বৈঠকে বসবে। সেখানেই স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরইমধ্যে ক্রমশ জোরালো হচ্ছে প্রিন্সিপালকে গ্রেফতারের প্রতিবাদ। গোটা ঘটনায় ব্ল্যাক ডে পালনের কথাও ভাবা হচ্ছে।
ভাঙচুরের পর থেকে চরম অনিশ্চয়তার মুখে ক্রাইস্ট চার্চ স্কুলের ছাত্রীদের ভবিষ্যত। চরম দুশ্চিন্তায় স্কুলের ছাত্রী ও অভিভাবকরা। আজ মিশনারি স্কুলের পরিচালন সমিতি বৈঠকে বসবে। সেখানেই স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরইমধ্যে ক্রমশ জোরালো হচ্ছে প্রিন্সিপালকে গ্রেফতারের প্রতিবাদ। গোটা ঘটনায় ব্ল্যাক ডে পালনের কথাও ভাবা হচ্ছে।
এদিকে ঐন্দ্রিলার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে আজ এক তদন্তকারী দলের ক্রাইস্ট চার্চ স্কুলে যাওয়ার কথা রয়েছে। দ্রুত স্কুল খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন ক্রাইস্ট চার্চ স্কুলের অভিভাবকরা। আজ সকালে স্কুলের জনা পনেরো অভিভাবক শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। স্কুল চালু না হলে পঠনপাঠনের ক্ষতি হচ্ছে বলে শিক্ষামন্ত্রীকে জানান অভিভাবকরা। অভিবাবকদের থেকে সবশুনে স্কুল খোলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।