বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত খিদিরপুরের গণধর্ষিতা তরুণী
রাজ্যা সরকার ধর্ষিতা তরুণীর চিকিত্সার দায়িত্ব নেওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল তাঁকে. ঘটনার পর থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি.
রাজ্যা সরকার ধর্ষিতা তরুণীর চিকিত্সার দায়িত্ব নেওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল তাঁকে. ঘটনার পর থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি.
দক্ষিণ কলকাতার একটি শপিং মলে কাজ করেন তিনি। গতকাল রাত সাড়ে নটা নাগাদ, বাড়ি ফিরছিলেন। খিদিরপুরের কাছে বাস থেকে নেমে দাঁড়ান তিনি। এই সময় একটি গাড়িতে জোর করে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর দ্বিতীয় হুগলি ব্রিজের নীচে একটি জায়গায় গাড়ি থামিয়ে গণধর্ষণ করা হয় তাঁকে। ধর্ষণের পর বাবুঘাটের কাছে একটি জায়গায় তরুণীকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। তাঁর মোবাইলও কেড়ে নেওয়া হয়। ভোরের দিকে কোনওরকমে হাওড়া স্টেশনে পৌছে বাড়িতে ফোন করেন তরুণী।
পরিবারের লোকেরা গিয়ে উদ্ধার করেন তাঁকে। গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তরুণীর সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিসের উচ্চপদস্থ কর্তারা। তরুণীর বয়ানের ভিত্তিতে গণধর্ষণের মামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিসের ডিসি পোর্ট।