গার্ডেনরিচ কাণ্ড: মুন্না ঘনিষ্ঠের থেকেই ঘাতক অস্ত্র সুভানের হাতে

গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরি খুনের ঘটনায় সামনে এলো নয়া তথ্য। যে আগ্নেয়াস্ত্র থেকে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়  সেটি ঘটনার দিনই হাতে পেয়েছিল মূল অভিযুক্ত শেখ সুভান। সিআইডির জেরায় সুভান জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তঁকে দেয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না ইকবালের ঘনিষ্ঠরা।

Updated By: Feb 21, 2013, 07:03 PM IST

গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরি খুনের ঘটনায় সামনে এলো নয়া তথ্য। যে আগ্নেয়াস্ত্র থেকে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়  সেটি ঘটনার দিনই হাতে পেয়েছিল মূল অভিযুক্ত শেখ সুভান। সিআইডির জেরায় সুভান জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তঁকে দেয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না ইকবালের ঘনিষ্ঠরা।
হরিমোহন ঘোষ কলেজ চত্ত্বরে গণ্ডগোল শুরুর ঘণ্টা খানেক আগে ওয়ান শটার পিস্তলটি হাতে আসে সুভানের। জেরায় শেখ  সুভানের এই স্বীকারোক্তি বলে সিআইডি সূত্রে খবর। গতকাল রাতে তাপস চৌধুরী হত্যায় মূল অভিযুক্ত শেখ সুভানকে সঙ্গে নিয়ে গার্ডেনরিচের ফতেপুর রোড ভিলেজ এলাকায় তল্লাশি চালায় সিআইডি।। এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে এসআই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি  উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি ব্যলেস্টিক পরীক্ষায় পাঠানো হচ্ছে।

.