অয়ন ঘোষাল: রাজপুর সোনারপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় বোমাবাজি। সোমবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজির খবর পাওয়া যায়। মঙ্গলবার সকালে গড়িয়া নবপল্লী এলাকার জনবহুল রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে গভীর রাতে বোমাবাজিতে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। গড়িয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বে ঢালুয়া নবপল্লী এলাকায় বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। তবে শীতের রাতে বিশ্বকাপের উন্মাদনায় বাজি ফাটছে ভেবে নিশ্চিন্ত হন। কিন্তু এদিন সকালে রাস্তায় তিনটি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত এলাকার মানুষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Train Cancelled: রেলপথে দুর্ভোগ! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন


এলাকার মানুষ বলছেন, বোমার আওয়াজে পুরো এলাকা স্তস্ত্র। বাড়ির জানলা-দরজা কেঁপে গিয়েছে বলেছে দাবি এলাকাবাসীর। দুস্কৃতী তাণ্ডব এখানে নতুন নয় বলেও দাবি করেছেন সেখানকার মানুষ। সিন্ডিকেট বিবাদে দুস্কৃতীদের উপদ্রবও রয়েছে বলে তাদের অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, কলকাতা সংলগ্ন এলাকায় ব্যস্ত রাস্তায় বোমা উদ্বেগ বাড়িয়েছে এলাকার। আগেও খেয়াদার শান্তি পার্ক এলাকাতেই শিশুদের উপর বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। এক শিশু জখমও হয়েছিল তাতে। তবে এদিন তিনটি বোমাই উদ্ধার করে ও নিষ্ক্রিয় করে নিয়ে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিস। 


তবে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। জগদ্দল, আমডাঙার পর কামারহাটি। পরপর বোমা উদ্ধারের ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ব্যরাকপুর শিল্পাঞ্চল। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় পারদ চড়ছে রাজনীতিরও। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার বোমা উদ্ধার। বিধানসভা -পুরসভা ভোটেও একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। এবারই কিছুটা পুরনো স্মৃতিই ফিরে আসছে বলে অভিযোগ রাজনৈতিক মহলের। অন্যদিকে, আইনশৃঙ্খলার অবনতির ইস্যু তুলে বিরোধীরা বারবার নিশানা করছে শাসক দলকেই। 


আরও পড়ুন, Mamata Banerjee, Amit Shah: পঞ্চায়েত ভোটের আগে নবান্নে মুখোমুখি শাহ-মমতা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)