Train Cancelled: রেলপথে দুর্ভোগ! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন
ঘূরপথে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন! যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা।
অয়ন ঘোষাল: আগামী মঙ্গলবার থেকে শুক্রবার। বাতিল একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ব্যাহত হতে পারে পরিষেবা। যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা।
কেন এমন পরিস্থিতি? পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মাঝে চতুর্থ লাইনে কাজ চলবে। সঙ্গে বারুইপাড়া, কামারকুণ্ডু ও চন্দনপুরে স্টেশনে ইন্টারলকিংয়ের কাজও। সেকারণেই ২৯ নভেম্বর, মঙ্গলবার থেকে ২ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ওই লাইনে একাধিক লোকাল ট্রেন। যাত্রাপথ বদলে গিয়েছে দূরপাল্লার ট্রেনের।
ঘুরপথে চলবে ট্রেন
---
হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
হাওড়া আগ্রা এক্সপ্রেস
হাওড়া-গোয়ালিয়র চম্পল এক্সপ্রেস
হাওড়া-ইন্ডোর এক্সপ্রেস
হাওড়া-মথুরা চম্পল এক্সপ্রেস
এদিকে কুয়াশার কারণেও আবার একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল করেছে পূর্ব রেল ও নর্থ ফ্রন্টিয়ার রেলও। রেলের দাবি, কুয়াশার কারণে ট্রেন এতটাই লেট হয়ে যায় যে, বিষয়টি কার্যত হাতে বাইরে চলে যায়। ফলে আপাতত পূর্ব রেলে ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত ও নর্থ ফ্রন্টিয়ার রেলে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন।
আরও পড়ুন: রাজ্যে এই প্রথম ভালুক গণনা করতে চলেছে বন দফতর! ডিসেম্বরেই শুরু হবে কাজ...