সোমবার শাসকদলের সন্ত্রাস রুখে দেবে বামেরা: গৌতম দেব

সোমবারের ভোটে শাসকদল সন্ত্রাসের চেষ্টা করলে রুখে দেবে বামেরা। আজ এমনই মন্তব্য করলেন সিপিআইএমের উঃ ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব। তিনি বলেন, সন্ত্রাস বন্ধে কমিশন যদি উদ্যোগী না হয় তবে রাস্তায় নামবে বাম কর্মীরা। ঘেরাও হবে এসপি, ডিএম অফিস।ও- রাজ্যে তৃতীয় দফা ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলেছিল বিরোধি বামেরা। শেষদফায় তার পুনরাবৃত্তি হলে প্রতিরোধের রাস্তায় হাঁটবে বাম কর্মীরা। অন্তত, উঃ ২৪ পরগনা জেলার ক্ষেত্রে এমনই স্ট্রাটেজি বামেদের।

Updated By: May 10, 2014, 10:49 PM IST

সোমবারের ভোটে শাসকদল সন্ত্রাসের চেষ্টা করলে রুখে দেবে বামেরা। আজ এমনই মন্তব্য করলেন সিপিআইএমের উঃ ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব। তিনি বলেন, সন্ত্রাস বন্ধে কমিশন যদি উদ্যোগী না হয় তবে রাস্তায় নামবে বাম কর্মীরা। ঘেরাও হবে এসপি, ডিএম অফিস।ও- রাজ্যে তৃতীয় দফা ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলেছিল বিরোধি বামেরা। শেষদফায় তার পুনরাবৃত্তি হলে প্রতিরোধের রাস্তায় হাঁটবে বাম কর্মীরা। অন্তত, উঃ ২৪ পরগনা জেলার ক্ষেত্রে এমনই স্ট্রাটেজি বামেদের।

গৌতম দেবের অভিযোগ, শনিবার থেকেই ভোট হয়ে গেছে এমন জায়গা থেকে উঃ ২৪ পরগনার লোক ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কোন রাস্তা দিয়ে লোক ঢোকানো হচ্ছে তার তথ্যপ্রমাণ নির্বাচন কমিশনকে দিতে নিজস্ব নজরদারি চালাবে বিরোধীরাও। ভোটের দিন সস্ত্রাস হতে পারে এমন জায়গায় ১০০টি ক্যামেরাও রাখা হচ্ছে।

ইতিমধ্যেই, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষেক সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করে কোন কোন বুথে সন্ত্রাস হতে পারে, তার বিবরণ ম্যাপ দিয়ে এসেছে সিপিআইএম নেতারা। গৌতম দেবের দাবি, সন্ত্রাস বা রিগিং না হলে উঃ ২৪ পরগনায় উল্লেখযোগ্য ভালো ফল করবে বামেরা।

.