বিপর্যয় মোকাবিলা করতে কোমর বেঁধে তৈরি রাজ্য সরকার

প্রাকৃতিক বিপর্যয় বারবার আঘাত হেনেছে পশ্চিমবঙ্গের বুকে। এখনও শুকোয়নি আয়লার ক্ষত। সুনামির মত প্রাকৃতিক দুর্যোগও পার হয়ে গিয়েছে অনেক দিন আগে। কিন্তু এখনও ক্ষত চিহ্নও রয়ে গিয়েছে বেশকিছু এলাকায়। সেইসব চিহ্ন মেটাতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Updated By: Feb 23, 2016, 05:00 PM IST
বিপর্যয় মোকাবিলা করতে কোমর বেঁধে তৈরি রাজ্য সরকার

ওয়েব ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয় বারবার আঘাত হেনেছে পশ্চিমবঙ্গের বুকে। এখনও শুকোয়নি আয়লার ক্ষত। সুনামির মত প্রাকৃতিক দুর্যোগও পার হয়ে গিয়েছে অনেক দিন আগে। কিন্তু এখনও ক্ষত চিহ্নও রয়ে গিয়েছে বেশকিছু এলাকায়। সেইসব চিহ্ন মেটাতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

পড়ুন সরকারের হাত ধরে কৃষিতে রাজ্যের অগ্রগতি

এছাড়া বিপর্যয় মোকাবিলায় দিকেও নজর রয়েছে রাজ্য সরকারের। সুনামি বা আয়লার মতো বিপর্যয় কেড়ে নেয় বহু মানুষের। বিপর্যয়ের সময় সেইসব মানুষদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করছে সরকার। আশ্রয়ের পাশাপাশি বিপর্যয় মোকাবিলার সরঞ্জামও পৌছে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায়। সেইসব সরঞ্জামের সঙ্গে চলছে প্রশিক্ষণের কাজও।

 

.