জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক। 'সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলবে', বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:TMC: বাংলায় বিজেপির প্রতিনিধিদল, মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম..


কোনও একটি নির্দিষ্ট জেলা নয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। সঙ্গে ছাপ্পা ভোট! এদিন পুর্ননির্বাচন হল ২২ জেলার প্রায় সাতশোর বুথে। আগামিকাল, মঙ্গলবার ভোটগণনা ও ফলপ্রকাশ।


এদিন নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বাংলার রাজ্যপাল। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় কথা দু'জনের। কী আলোচনা হল? সাংবাদিকের সামনে অবশ্য তা খোলসা করতে চাননি সিভি আনন্দ বোস।  



আরও পড়ুন: WB Panchayat Election 2023: অভিযোগ সাড়ে চারশোরও বেশি! কমিশনে চিঠি তৃণমূলের


এর আগে, মনোনয়ন পর্বে অশান্তির পর ভাঙড়, ক্যানিং, বাসন্তী, এমনকী উত্তরবঙ্গেও যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসাকবলিত এলাকার পরিদর্শন করেন তিনি। এরপর যেদিন পঞ্চায়েত ভোট হয়, তার পরেরই দিনই দিল্লির উদ্দেশ্য রওনা দেন সিভি আনন্দ বোস। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)