WB Panchayat Election 2023: অভিযোগ সাড়ে চারশোরও বেশি! কমিশনে চিঠি তৃণমূলের

 পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। পুর্ননির্বাচন হল ২২ জেলায় প্রায় সাতশো বুথে।

Updated By: Jul 10, 2023, 04:31 PM IST
WB Panchayat Election 2023: অভিযোগ সাড়ে চারশোরও বেশি! কমিশনে চিঠি তৃণমূলের

প্রবীর চক্রবর্তী: অভিযোগ সাড়ে চারশোরও বেশি! বেশিরভাগই বিজেপির বিরুদ্ধে। পঞ্চায়েতে পুর্ননির্বাচন চলাকালীন ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল।

আরও পড়ুন: Abhishek Banerjee: মিলল না রক্ষাকবচ, পঞ্চায়েত ভোটের মাঝেই অভিষেকের 'সুপ্রিম' অস্বস্তি!

কোনও একটি নির্দিষ্ট জেলা নয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। সঙ্গে ছাপ্পা ভোট! ৭ জেলার ভোটের বলি ১৫ জন। রাজ্য নির্বাচন কমিশনের মেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে আজ, সোমবার যখন ২২ জেলায় প্রায় সাতশো বুথে পুর্ননির্বাচন চলছে, তখন কমিশনে চিঠি দিল তৃণমূল। কেন? ভোট পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দলের প্রার্থীকে অপহরণ, তো কোথাও আবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে শাসকদল।

আরও পড়ুন: Rajya Sabha Election 2023: রাজ্যসভায় ফিরছেন ডেরেক-দোলা-সুখেন্দু, সুস্মিতা-শান্তার বদলে কোন নামে সিলমোহর মমতার?

এর আগে, স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.