Governor CV Ananda Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব রাজ্যপালের!

অ্যান্টি র‌্যাগিং নিয়মাবলি মানা হয়নি! চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১৫ দিনের মধ্যে কৈফিয়ত চেয়েছে ইউজিসি।

Updated By: Sep 25, 2023, 08:20 PM IST
Governor CV Ananda Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব রাজ্যপালের!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ইউজিসির রিপোর্টের প্রেক্ষিতে কী ব্যবস্থা? কীভাবেই-বা তা কার্যকর করা হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবার তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে? অবিলম্বে দেখা করার নির্দেশ দেওয়া হল উপাচার্যকে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Leaps and Bounds: 'অভিষেকের কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই!' নিয়োগ মামলায় হাইকোর্টের তুলোধোনা ইডি-কে

ঘটনাটি ঠিক কী? সূত্রের খবর, ২০০৯ সাল থেকে ইউজিসি অ্য়ান্টি র‌্যাগিং নিয়মাবলি মানা হয়নি যাদবপুরে বিশ্ববিদ্য়ালয়ে। ৯ ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে কৈফিয়ত চেয়েছে ইউজিসি। শুধু তাই নয়, যে ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, সেক্ষেত্রে কী ব্যবস্থা, তাও জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

যাদবপুরের কাছে কৈফিয়ত তলব ইউজিসি-র
--------------
'হস্টেল সুপাররা দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন না'।

'পড়ুয়াদের উপর হস্টেল সুপারদের কর্তৃত্ব ছিল না'।

'পাস করার পরেও ছাত্ররা হস্টেলে থাকে, জানত কর্তৃপক্ষ'।

'সব জানার পরেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ'।  

প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে তখন তোলপাড় চলছে রাজ্যে। যাদবপুর  বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দায়িত্ব দেওয়া হয় গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.