দেশের আইন ও সংসদের উপরে ভরসা রাখুন, বিক্ষোভকারীদের বার্তা রাজ্যপালের
শুক্রবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা।
![দেশের আইন ও সংসদের উপরে ভরসা রাখুন, বিক্ষোভকারীদের বার্তা রাজ্যপালের দেশের আইন ও সংসদের উপরে ভরসা রাখুন, বিক্ষোভকারীদের বার্তা রাজ্যপালের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/13/223704-dhnk.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর বার্তা, সংবিধানে ভরসা রাখা উচিত। এখানকার মানুষ শান্তিপ্রিয়। আশা করছি শান্তি বজায় রাখবেন।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় এদিন উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন জগদীপ ধনখড়। রাজ্যপালের কথায়,''আমি সবাইকে হাতজোড় করে আবেদন করছি,শান্তি ভঙ্গ করবেন না। হিংসা থেকে দূরে থাকি। সংবিধানে ভরসা রাখা উচিত। সংসদের আইনে ভরসা রাখুন। এখানকার মানুষ শান্তিপ্রিয়। আইন মেনে চলুন। সকলকে করজোড়ে আবেদন করছি।''
শুক্রবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। সকাল থেকে অশান্তি শুরু হয় মুর্শিদাবাদে। জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ হয় বেলডাঙায়। বিপর্যস্ত হয় শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন পরিষেবা। উলুবেড়িয়াতে আবার করমণ্ডল এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়়ে বিক্ষোভকারীরা। কলকাতার পার্ক সার্কাসে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। তার জেরে দীর্ঘক্ষণ যানজটে সৃষ্টি হয়। রাজ্যে শান্তি ধরে রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।