অয়ন ঘোষাল: আজ থেকে দাম বাড়ছে প্যাকেটজাত দুধ এবং দই সহ মধ্যবিত্ত মানুষের ব্যবহৃত একাধিক সামগ্রীর।  লেবেল যুক্ত প্যাকেটজাত খাবারে এই জিএসটি বসতে চলেছে। 

জুনের শেষে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সাধারণ মানুষের জীবনে বাড়বে খরচ। জুনের শেষে বসেছিল জিএসটি কাউন্সিলের মিটিং। জিএসটি কাউন্সিলের ৪৭তম এই মিটিংয়ে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। 

এই মিটিংয়ে জিএসটি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন কিছু দ্রব্যের উপর জিএসটি চাপানো হয়েছে, যেগুলি আগে ছিল জিএসটির আওতার বাইরে ছিল। 

আগে থেকেই মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের পকেটে চাপ বেড়েছে, তার উপর এই জিএসটি বৃদ্ধির ফলে মাথায় হাত পড়তে চলেছে আমজনতার। রেভিনিউ বিভাগের সেক্রেটারি তরুণ বাজাজ জিএসটি কাউন্সিলের বৈঠকের পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জিএসটি কাউন্সিলের সংশোধিত সিদ্ধান্তগুলি এই বছরের ১৮ জুলাই থেকেই কার্যকর করা হবে।

এই জিএসটি বসার পর থেকেই বেশ কিছু জিনিসের দাম আজ থেকে বাড়ল। প্যাকেটজাত যে কোনও খাবারের উপরেই বসছে জিএসটি। কোম্পানির লেবেল-সহ বিক্রি হলেই প্যাকেটজাত খাবারে জিএসটি দিতে হবে। জুলাইয়ের ১৮ তারিখ থেকে প্যাকেটজাত দুধ, লস্যি, মাখনে বসবে পাঁচ শতাংশ জিএসটি। 

আগে এই পণ্যগুলি জিএসটির আওতা থেকে বাইরে ছিল। নয়া সিদ্ধান্তে ১৮ শতাংশ জিএসটি বসছে ব্যাঙ্কের ইস্যু করা চেকের উপর। অর্থাৎ আজ থেকে ব্যাঙ্কের প্রতিটি চেকের পেজের দাম আরও বাড়তে চলেছে। এছাড়াও পুজোর মুখে পর্যটকদের জন্যও রয়েছে খারাপ খবর। আজ থেকেই প্রতিটি হোটেল খরচ বাড়তে চলেছে। 

১০০০ টাকার নীচের রুমে বসতে চলেছে জিএসটি। এই রুমের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি দিতে হবে সাধারণ মানুষকে। পাশাপাশি দাম বাড়বে নানা লাইটেরও। ১৮ শতাংশ জিএসটির আওতায় আসছে এলইডি লাইট, ল্যাম্পগুলি। এগুলিতে আগে ১২ শতাংশ জিএসটি ছিল। 

আরও পড়ুন: Kolkata: লাইনচ্যুত মালগাড়ি, বজবজ-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল, নাকাল যাত্রীরা

একই ভাবে পেন্সিল কাটার, ব্লেড, চামচ ইত্যাদিতেও বসছে ১৮ শতাংশ জিএসটি। মানচিত্র এবং চার্টে ১২ শতাংশ, টেট্রা প্যাক খাদ্য অথবা পানীয়তে ১৮ শতাংশ, ব্যাঙ্কের নতুন চেকবুকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। 

এছাড়াও প্যাকেটজাত আটা, পনির, দই, লস্যি, বাটার মিল্ক পাঁচ শতাংশ জিএসটির আওতায় থাকবে। হাসপাতালে আইসিইউ বেডের ভাড়া ৫০০০ টাকার বেশি হলে তার উপরও পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে রোগীকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
GST will be applicable at a new rate from 18 july and it make things more costly for general people
News Source: 
Home Title: 

জিএসটি-র ধাক্কায় বাড়ছে দাম, বিপাকে সাধারণ মানুষ

GST: জিএসটি-র ধাক্কায় বাড়ছে দাম, বিপাকে সাধারণ মানুষ
Caption: 
প্রতীকী ছবি
Yes
Is Blog?: 
No