স্কুলে অস্বাভাবিক ফি, ফি আদায়ে হুমকি SMS; বিক্ষোভে অভিভাবকরা
অস্বাভাবিক ফি! তার জেরে ক্ষোভ দানা বাঁধছিল। এরপর গরমের ছুটিতে অভিভাবকদের হুমকি SMS। ফি না দিলে ছেলেমেয়েকে পাঠানো যাবে না স্কুলে। এই অভিযোগ তুলে পার্ক স্ট্রিটের সাই সি গোল্ডেন জুবিলি স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য, অস্বাভাবিক ফি নিয়ে আগেই তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। গত ১৫ মে স্কুলে গরমের ছুটি পড়ে যায়। অভিযোগ, এরপর আজ স্কুল খোলার পর বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন স্কুলের এক শিক্ষকও। তাঁর ছেলেও এই স্কুলে পড়ে। অভিযোগ, বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওই শিক্ষককেও মারধর করে স্কুল কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![স্কুলে অস্বাভাবিক ফি, ফি আদায়ে হুমকি SMS; বিক্ষোভে অভিভাবকরা স্কুলে অস্বাভাবিক ফি, ফি আদায়ে হুমকি SMS; বিক্ষোভে অভিভাবকরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/15/87775-school-fees.jpg)
ওয়েব ডেস্ক : অস্বাভাবিক ফি! তার জেরে ক্ষোভ দানা বাঁধছিল। এরপর গরমের ছুটিতে অভিভাবকদের হুমকি SMS। ফি না দিলে ছেলেমেয়েকে পাঠানো যাবে না স্কুলে। এই অভিযোগ তুলে পার্ক স্ট্রিটের সাই সি গোল্ডেন জুবিলি স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য, অস্বাভাবিক ফি নিয়ে আগেই তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। গত ১৫ মে স্কুলে গরমের ছুটি পড়ে যায়। অভিযোগ, এরপর আজ স্কুল খোলার পর বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন স্কুলের এক শিক্ষকও। তাঁর ছেলেও এই স্কুলে পড়ে। অভিযোগ, বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওই শিক্ষককেও মারধর করে স্কুল কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, কলকাতার সরকারি হাসপাতালগুলিতে রোজ দু'বেলা সাফাই করতে হবে, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের