দমদমে তৃণমূল কার্যালয়ে ডেকে এনে মারধর মহিলাকে

গায়ে জল ফেলার প্রতিবাদ করেছিলেন। বাড়ি ফিরে ভদ্রমহিলা দেখলেন তাঁর বাড়ি তছনছ করে গিয়েছে দুষ্কৃতীরা। মারধর করা হয়েছে তাঁর মেয়েকেও। এখানেই নির্যাতনের শেষ নয়। দুদিন বাদে মীমাংসার নামে স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে নিয়ে করা হল মারধর।

Updated By: Sep 16, 2013, 09:50 PM IST

গায়ে জল ফেলার প্রতিবাদ করেছিলেন। বাড়ি ফিরে ভদ্রমহিলা দেখলেন তাঁর বাড়ি তছনছ করে গিয়েছে দুষ্কৃতীরা। মারধর করা হয়েছে তাঁর মেয়েকেও। এখানেই নির্যাতনের শেষ নয়। দুদিন বাদে মীমাংসার নামে স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে নিয়ে করা হল মারধর।
ধারাল অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় মহিলার ঘাড়ে। দমদমের শ্যামনগর রোডের বাসিন্দা পৌলমী চ্যাটার্জি অভিযোগ করেছেন, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন অঞ্জনা রক্ষিতের উপস্থিতিতেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে।

.