Hair Theft: লোকাল ট্রেনে চুল চুরি! শিয়ালদহে আতঙ্কে মহিলা যাত্রীরা

সম্প্রতি বিধাননগর জিআরপি-তে অভিযোগ দায়ের করেছেন বাগুইআটির বাসিন্দা এক তরুণী।  সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Updated By: Apr 4, 2024, 09:22 PM IST
Hair Theft: লোকাল ট্রেনে চুল চুরি! শিয়ালদহে আতঙ্কে মহিলা যাত্রীরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভিড় ট্রেন। কোনওমতে হয়তো উঠেছেন লেডিজ কম্পার্টমেন্টে। এরপর যখন ট্রেন থেকে নামলেন, তখন দেখলেন মাথা থেকে বেশ খানিকটা চুল কেটে নিয়েছে দুষ্কৃতীরা! এমনই ঘটনা ঘটছে শিয়ালদহে। আতঙ্কে যাত্রীরা।

আরও পড়ুন:  Sudipta Sen: একসময়ের বাদশা জেলে ঠিকমতো খেতেও পান না

সম্প্রতি বিধাননগর জিআরপি-তে অভিযোগ দায়ের করেছেন বাগুইআটির বাসিন্দা এক তরুণী। বারুইপুরের একটি বেসরকারি কলেজে পড়েন তিনি। যাতায়াত করেন ট্রেনেই।

ওই তরুণী জানিয়েছেন, ঘড়িতে তখন  ৬টা বেজে ৫ মিনিট। গতকাল, বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য় শিয়ালদহ থেকে নৈহাটি লোকালে উঠেছিলেন তিনি। গন্তব্য, উল্টোডাঙা। ট্রেনের সামনের দিকে  লেডিজ কম্পার্টমেন্টে ছিলেন তিনি। কিন্তু কামরা ভিতরে মাঝেমাঝে নাকি টান লাগছিল চুলে! প্রথমে বিষয়টি আমল দেননি ওই তরুণী। ভেবেছিলেন, ভিড় ট্রেনে হয়তো কারও হাত লেগেই চুলে টান লাগছে।

বিধাননগর স্টেশনে নামেন ওই তরুণী। তাঁর দাবি, সাবওয়ে দিয়ে হাঁটার সময়েও চুলে অল্প অল্প টান লাগছিল। পিছনে ঘুরে দেখতে পান এক অল্পবয়সী যুবককে। যদিও চুলে হাত দেওয়া বা তেমন কোনও ঘটনা কথা অস্বীকার করেন তিনি। এর আগেই অবশ্য় তরুণী টের পেয়েছিলেন যে, মাথা গোছা-গোছা চুল উঠছে! সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Bengali New Year: হারিয়ে যাওয়া বাঙ্গালিয়ানার স্বাদ পেতে চান? সমাধান মিলবে এখানেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.