শীর্ষে থাকুন, ভাল থাকুন

আজ ২ নভেম্বর। জন্মদিন স্বয়ং বলিউড বাদশার। আরও অনেক বিখ্যাত মানুষের। দেশের, বিদেশের। কিন্তু বাঙালির সবথেকে কাছের মানুষেরও জন্মদিন যে।

Updated By: Nov 2, 2015, 10:48 AM IST
শীর্ষে থাকুন, ভাল থাকুন

ওয়েব ডেস্ক: আজ ২ নভেম্বর। জন্মদিন স্বয়ং বলিউড বাদশার। আরও অনেক বিখ্যাত মানুষের। দেশের, বিদেশের। কিন্তু বাঙালির সবথেকে কাছের মানুষেরও জন্মদিন যে।
যাঁকে দেখে, (না, বলা ভুল হবে), যাঁকে পড়ে, বড় হয়েছে গত কয়েক দশকের বাঙালি, আজ তাঁর জন্মদিন।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। জন্মেছিলেন ১৯৩৫-এর ২ নভেম্বর বাংলাদেশের বিক্রমপুরে। ছেলেবেলা কাটতেই শুরু করেলন লেখা। ঠিক কত? না, বাঙালি পড়ে শেষ করতে পারে না আজও অথচ, তিনি লিখে চলেন। শেষ করবেনই বা কিভাবে! তাঁর একটিল লেখা পড়া শেষ করেও যে, সেই লেখাটিই আবার পড়তে ইচ্ছে করে। এমনই তাঁর লেখার জাদু। পুজো সংখ্যায় গ্রামের প্রেক্ষাপটে ভূত কিংবা চোরের উপর একটি গল্প লেখেন, গোগ্রাসে গেলে সব বয়সের বাঙালি। গোটা জীবনে পেয়েছেন বহু পুরস্কার। কিন্তু এমন মানুষকে কত পুরস্কার দিয়েই বা সত্যিকারের সম্মান দেওয়া যেতে পারে, সেটাই তো কল্পনার বিষয়।
পাতাল ঘরই হোক বা হীরের আংটি, গয়নার বাক্সই হোক অথবা আশ্চর্য প্রদীপ, শীর্যেন্দু যে সত্যিই পড়ে শেষ করা যায় না। আজ জন্মদিনে ২৪ ঘণ্টা ডট কমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সার্থকনামা এই লেখককে।
ভাল থাকুন, সুস্থ থাকুন।

.