'অমর্ত্য সেন ৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন, কথা বলার নৈতিক অধিকার নেই' লভ জিহাদ নিয়ে খোঁচা দিলীপের
ইকোপার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে ফের তোপ দিলীপের, নাম না করে ফের একবার অমর্ত্য সেনকে বিঁধলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, দেশের মানুষের দুঃখ কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতিকথা নয়।
!['অমর্ত্য সেন ৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন, কথা বলার নৈতিক অধিকার নেই' লভ জিহাদ নিয়ে খোঁচা দিলীপের 'অমর্ত্য সেন ৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন, কথা বলার নৈতিক অধিকার নেই' লভ জিহাদ নিয়ে খোঁচা দিলীপের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/29/298506-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ইকোপার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে ফের তোপ দিলীপের (Dilip Ghosh), নাম না করে ফের একবার অমর্ত্য সেনকে বিঁধলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, দেশের মানুষের দুঃখ কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতিকথা নয়।
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুর তৃণমূলে ফের ভাঙন! দল ছাড়লেন আরেক Suvendu ঘনিষ্ঠ
মঙ্গলবার দিলীপ বলেন, 'অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক।' তিনি আরও বলেন, 'আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। কারণ উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তার তো বলার নৈতিক অধিকার নেই। যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের মানুষের দুঃখ কষ্টে নেই তাঁদের ধরনের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই। যারা শুনেছে তাঁরা ডুবেছে। আমরা ডুবতে চাই না।'
আরও পড়ুন: জঙ্গলমহলে নিজের ক্ষমতাতেই জিতবে BJP, শুধুমাত্র ভোট বাড়ানোর জন্যেই এসেছি: Suvendu
সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য বলেন, "এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লঙ্খন করা হচ্ছে। কারণ যে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।"
সোমবার অমর্ত্য বলেন, "এখনই এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত। এই আাইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। আকবরের সময় নিয়ম হয়েছিল, যে কোনও ব্যক্তি যে কোনও ধর্ম গ্রহণ করতে পারেন। এবং যে কোনও ধর্মে বিবাহ করতে পারেন। এমন আইন সংবিধানকেই অপমান করে।"
অন্যদিকে অমর্থ্য সেনের বিরোধিতা করে বাবুলের বক্তব্য, 'উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলছেন।' অমর্ত্য-ইস্যুতে দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সৌগত রায়। বলেছেন, 'অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেকারণেই তাঁকে এত অপছন্দ বিজেপির।'