'দোল এবছর পরিবারেই সীমাবদ্ধ থাক', করোনা সতর্কতায় নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে।

Updated By: Mar 26, 2021, 11:20 PM IST
'দোল এবছর পরিবারেই সীমাবদ্ধ থাক', করোনা সতর্কতায় নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নিজস্ব প্রতিবেদন: ভোটের মরশুমে ফের বিপদ বাড়ছে করোনায়। একদিনে রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে। আর কলকাতায়? আক্রান্তের সংখ্যা আড়াইশো ছুঁয়ে ফেলল বলে! হোলিতে জনসাধারণ সতর্ক থাকার বার্তা দিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। 

  • কী বলা হয়েছে নির্দেশিকায়:
  • কোনও জমায়েত বা শোভাযাত্রা না করাই সমীচীন। দোল এবছর পরিবারেই সীমাবদ্ধ থাক।
  • শারীরিকভাবে কাছে গিয়ে রং বা আবীর মাখাবেন না
  • ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন
  • দোকান, বাজার বা রেস্তোরাঁয় শারীরিক দূরত্ব-বিধি বজায় রাখুন
  • বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় থেকে দূরে রাখুন।
  • মাস্ক না পরে বাইরে বেরোবেন না।
  • বারবার সাবান জল বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।

রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায়  (Covid 19) আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। এরমধ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছেন কলকাতায়, ২৩৯ জন। এরপরই আছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। এখন ভোটের বাংলায় (WB Assembly Election 2021) বিভিন্ন রাজনৈতিক দলের লাগাতার কর্মসূচি লেগেই রয়েছে। নির্বাচনী প্রচারে জনসভা, কর্মীসভা, মিছিল, রোড শো করছে সব দল-ই। বিশেষজ্ঞদের মতে এধরনের কর্মসূচিতে স্বাভাবিকভাবেই মানুষের ভিড় থাকে। ফলে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যায়। 

.