বড়দিনে কলকাতায় থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

বছর প্রায় শেষ। দোরগোড়ায় ক্রিসমাস। উত্‍সবের মরসুম। এইসময়ে নিরাপত্তায় খাস নজর কলকাতা পুলিসের। জোরদার করা হল পার্ক স্ট্রিট সহ আশেপাশের এলাকার নিরাপত্তা। এবার নজরদারি চলবে আকাশপথেও। একদিকে যেমন বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তেমনি আকাশপথে নজরদারির জন্যেও থাকছে ড্রোন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে একাধিক জায়গায় রাখা হচ্ছে ব্রিদ অ্যানালাইজার। নিরাপত্তা আঁটোসাঁটো রাখতে, কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের তরফে সাদা পোশাকের পুলিস পথে থাকছে।

Updated By: Dec 24, 2016, 11:01 AM IST
বড়দিনে কলকাতায় থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

ওয়েব ডেস্ক : বছর প্রায় শেষ। দোরগোড়ায় ক্রিসমাস। উত্‍সবের মরসুম। এইসময়ে নিরাপত্তায় খাস নজর কলকাতা পুলিসের। জোরদার করা হল পার্ক স্ট্রিট সহ আশেপাশের এলাকার নিরাপত্তা। এবার নজরদারি চলবে আকাশপথেও। একদিকে যেমন বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তেমনি আকাশপথে নজরদারির জন্যেও থাকছে ড্রোন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে একাধিক জায়গায় রাখা হচ্ছে ব্রিদ অ্যানালাইজার। নিরাপত্তা আঁটোসাঁটো রাখতে, কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের তরফে সাদা পোশাকের পুলিস পথে থাকছে।

আরও পড়়ুন- বড়দিনে উধাও শীত, পারদ ঊর্ধ্বমুখী

২৪ ডিসেম্বর থেকেই পার্ক স্ট্রিট চত্বরে মোতায়েন থাকছে ২ হাজার পুলিসকর্মী। ২৫ ডিসেম্বর সংখ্যাটা আরও বেড়ে দাঁড়াবে আড়াই হাজার। দুশো পুলিস পিকেটের ব্যবস্থা থাকছে। চার্চ, শপিং কমপ্লেক্স, ক্লাব, হোটেল, রেস্তোরাঁগুলিতেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। থাকছে পুলিস অ্যাসিন্টেন্স বুথ। ১১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় পুলিস স্টেশনগুলিতে রিজার্ভ ফোর্সের ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ছিনতাই, ইভটিজিং বা শ্লীলতাহানির মতো ঘটনা আটকাতে তত্‍পর পুলিস।  

.