পুজোর আগে এবার প্রতিমা শিল্পী, মৃত্‍ শিল্পীদের টিকাকরণের উদ্যোগ নিল ক্লাব

১৫ জুন কুমোরটুলিতে টিকাকরণের কর্মসূচি আছে এই ক্লাবের।

Updated By: Jun 14, 2021, 04:16 PM IST
পুজোর আগে এবার প্রতিমা শিল্পী, মৃত্‍ শিল্পীদের টিকাকরণের উদ্যোগ নিল ক্লাব

নিজস্ব প্রতিবেদন: পুজোর আর মাসতিনেক বাকি। এবার পুজোর আয়োজনের কথা ভেবে টিকাকরণের  ক্ষেত্রে এগিয়ে আসছে ক্লাবগুলিও।

গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাব 'মেডিকা'র সঙ্গে যৌথ উদ্যোগে পুজোর সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনের টিকাকরণের কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন: সাপুরজিকাণ্ডে আটক আরও ৩, দাউদের কথাতেই গোয়ালের উপরে থাকার অনুমতি

বলতে গেলে এই Covid-পর্বে টিকাকরণের মাধ্যমেই শুরু হয়ে গেল তাদের পুজোর প্রস্তুতি। মৃত্‍ শিল্পী, তাঁর পরিবার, মণ্ডপশিল্পী এবং তাঁর পরিবার এবং পুজোর বিভিন্ন ক্ষেত্রে জড়িতদের টিকাকরণ নিশ্চিত করতেই এই ভাবনা। আগামী তিনমাস তাঁরা কাজ করবেন। তাঁদের স্বাস্থ্য-নিরাপত্তাটাও নিশ্চিত করা জরুরি বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। 

টিকাকরণের (vaccination) কাজ শুরু হয়েছে। বহুজনের ইতিমধ্যেই হয়েছে। আগামী কাল ক্লাবের তরফ থেকে কুমারটুলিতেও টিকাকরণের কাজ করা হবে। 

ক্লাবের সঙ্গে যুক্ত তৃণমূলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন--পুজোর সঙ্গে জড়িতদেরও টিকাককরণ জরুরি। তাই এই উদ্যোগ। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে রাজ্যে বিধিনিষেধে একাধিক ছাড়

.