ভোট মিটতেই বদলি ১০ জেলাশাসক

পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নজিরবিহীন ভাবে ১০ জেলার জেলা শাসককে বদলি করল রাজ্য সরকার। দার্জিলিংয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বদলি হলে সেখানকার জেলা শাসক সৌমিত্র মোহন। ১০ জন জেলা শাসক সহ মোট ২৩ জন আধিকারিককে বদলি করল সরকার।

Updated By: Aug 6, 2013, 10:12 PM IST

পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নজিরবিহীন ভাবে ১০ জেলার জেলা শাসককে বদলি করল রাজ্য সরকার। দার্জিলিংয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বদলি হলে সেখানকার জেলা শাসক সৌমিত্র মোহন। ১০ জন জেলা শাসক সহ মোট ২৩ জন আধিকারিককে বদলি করল সরকার।
আগামী ৯ মাসের মধ্যে রাজ্যে লোকসভা নির্বাচন। যদিও রাজনৈতিক মহলের দাবি যে কোনও সময়ই নির্বাচন এগিয়ে আসতে পারে। প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই দাবি করেছেন। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার প্রশাসনিক মহলে বড় ধরনের রদবদল করল রাজ্য সরকার। এক সঙ্গে ১০ জেলা শাসক বদলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সচিবালয় অর্থ দফতরেও বেশ কিছু রদবল করা হয়েছে। রাজ্যসরকারের অবশ্য দাবি দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকরা ৩ বছরের বেশি ওই পদে ছিলেন। সেই কারণেই তাঁদের বদলি করা হয়েছে।
 
অন্যদিকে, বর্ধমান, পূর্বমেদিনীপুর, মুর্শিদাবাদের জেলা শাসকদদের পদোন্নতির সময় হয়ে যাওয়ায় তাদের সচিব পদে বদলি করা হয়েছে। হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকদের কেন বদলি করা হল তার অবশ্য কোনও সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ,তাঁরই সচিবালয়ের যুগ্মসচিব শুভাঞ্জন দাসকে হাওড়ার জেলা শাসক করা হয়েছে। অর্থ দফতরেও চারটি পদে বদল করা হয়েছে। দফতরের যুগ্ম সচিব পুনিত যাদবকে দার্জিলিংয়ের জেলা শাসক করা হয়েছে। তাঁর স্থানে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
আবগারি কমিশনার দেবকুমার চক্রবর্তীকে অর্থ দফতরের সচিব করা হয়েছে। নতুন আবগারি কমিশনার হচ্ছেন জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র। মুখ্যমন্ত্রীর ঘণিষ্ঠ নন্দিনী চক্রবর্তীকে মাস কয়েক আগে তথ্য সংস্কৃতি দফতরের সচিব পদ থেকে সরিয়ে স্টেট গেজেটিয়ারের সম্পাদক করা হয়েছিল। এবার তাঁকে সুন্দর বন উন্নয়ন দফতরের সচিব করা হয়েছে।
 

.