কলকাতা: সারদার তদন্তে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আগেই তুলেছেন। এবার ডাক দিলেন পাল্টা লড়াইয়ের। নেতাজি ইনডোরের কর্মিসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা, আঘাত সহ্য করেছেন, এবার প্রত্যাঘাতের পালা।

সারদা কাণ্ডে ধৃত সৃঞ্জয় বসু। তলব করা হচ্ছে মদন মিত্রকেও। একে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। নেতাজি ইনডোরের কর্মিসভায় বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

পাশেই রয়েছেন তিনি। নেতাজি ইনডোরের কর্মিসভা থেকে সৃঞ্জয় বসুকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনে, তৃণমূল নেত্রী প্রশ্ন তুললেন CBI এর বিশ্বাসযোগ্যতা নিয়েই।

প্রায় গোটা বক্তৃতা জুড়েই আক্রমণাত্মক মমতার গলা ধরে এসেছিল একবারই।

কিন্তু প্রত্যাঘাত কোনপথে ?

শীতকালীন অধিবেশন থেকেই সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

 

English Title: 
If we are hit, we will retaliate: Mamata Banerjee
News Source: 
Home Title: 

আঘাত সহ্য করেছি, এবার পালা প্রত্যাঘাতের: মুখ্যমন্ত্রী

আঘাত সহ্য করেছি, এবার পালা প্রত্যাঘাতের: মুখ্যমন্ত্রী
Yes
Is Blog?: 
No