কর্পোরেটের দ্বারস্থ হল আই আই এম কলকাতা

স্পেকট্রাম কাণ্ডে নাম জড়াল মনমোহনের নয়াদিল্লি,২৩ সেপ্টেম্বর: এবার স্পেকট্রাম দুর্নীতির কেন্দ্রে চলে এল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম! আর সেই সঙ্গে রক্তচাপ বাড়ল একের পর এক কেলেঙ্কারির অভিযোগে ধ্বস্ত কংগ্রেস নেতৃত্বের। তথ্যের অধিকার আইনের কল্যাণে প্রকাশিত একটি সরকারি নথি জানাচ্ছে, ২০০৬ সালে

Updated By: Sep 26, 2011, 03:18 PM IST

বাড়তে থাকা শিক্ষার্থী সংখ্যার চাপে ক্যাম্পাস প্রসারণের সিদ্ধান্ত নিল জোকার ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্ট।
এই ব্যাপারে প্রয়োজনীয় তহবিলের জন্য তারা কর্পোরেট সংস্থাগুলির শরণাপন্ন হতে চলেছে। বিগত তিন বছরে এই ইন্সটিউট এ প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে হয়েছে ২৬০ থেকে ৪৫০।

ছাত্রসংখ্যা বাড়ায় আই আই এম কলকাতা
কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাস আরও ৫,৩০,০০০ বর্গফুট এলাকায় সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। তৈরী করা হয়েছে ১৪ টি নতুন ক্লাসরুম, কাজ চলছে আরও পাঁচটির। সেইসঙ্গে তৈরী হচ্ছে দুটি নতুন হস্টেল।

এই পুরো প্রকল্পটির মোট খরচ ১৯৫ কোটি টাকা। এর মধ্যে পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় ৫০ কোটি টাকার জন্য কর্পোরেট সংস্থাগুলির দ্বারস্থ হচ্ছে আই আই এম সি।

আই আই এম সি মূলত একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্বনির্ভর প্রতিষ্ঠান।যদিও ২০০৩-এর পর থেকে নিয়মিত কার্যকলাপ সংক্রান্ত খাতে কোনোরকম সরকারি অনুদান মেলেনি।

.